Monday, June 29, 2020

A POEM OF MOHAMMED HASAN মোহাম্মদ হাছানের কবিতা

 A POEM OF MOHAMMED HASAN ( মোহাম্মদ হাছানের কবিতা )।

আমাদের সভ্যতা

https//:hasankishor.blogspot.com

আমাদের নদীগুলোর নাব্যতা কমে গেছে

চর জেগেছে,ভরাট করা হয়ে গেছে

নদীর গভীর বুক।

সেখানে আজ জেগে উঠেছে অট্রালি্রকা। 


https//:hasankishor.blogspot.com

পত্তন ঘটেছে আমাদের আধুনিক নগর,

সভ্য শহুরে সভ্যতা ।

আজ আমরা কেবল নই স্বপ্নভুক

আমরা হয়েছি কর্মঠ।

তবে কি আমাদের স্বপ্নেরা আজ আর নেই!

আমরা কি তবে কেবলই অট্রালিকাই গড়ব ?

কেটে নিয়েছি পাহাড় উজাড় করেছি বন

আমাদের বুকের নাব্যতা ও আজ ম্লান

সেখানে প্রেম নেই-ঘ্রাণ নেই 

আছে শুধুই রূঢ় বাস্তবতা।

এক-অনড় হয়েছি আমরা 

করছি আহ্বান এক নতুন সভ্যতার ।

৫২-র রক্ত ঝরা মিছিল থেকে শুরু 

দাবানলের মত দাউ-দাউ করে জ্বলে উঠল এই দেশ

একে একে আসল ৫৪,৬৬,৬৯, সত্তরের নির্বাচন।

১৯৭১, রচিত হলো আমাদের সভ্যতার ভিত।

যে জাতির সভ্যতার ভিত এতো গভীরে 

যাদের আছে রক্তাক্ত পতাকার প্রান্তর 

যে ঢেউ লেগেছে বঙ্গোপসাগরের জলে

তারা তো আজ পাল্লা দিবেই 

সাদা-সভ্য আর আরবদের।

SEE MORE

(মোহাম্মদ হাছান)

আরও লেখা দেওয়া হবে ,লাইক ও কমেন্ট করে সাথে থাকেন। 

https://www.hasankishor.blogspot.com

1 comment:

Wilma D Dube said...

Nice Bro. Recite the Poem please.