Wednesday, May 20, 2020

মোহাম্মদ হাছানের একটি গল্প A story of Mohammed Hasan.



মোহাম্মদ হাছানের একটি গল্প A story of Mohammed Hasan.      

   তারিখঃ ১২/০৫/২০২০

                      স্মৃতির পাতায় বড় আপা 



https//:hasankishor.blogspot.com
Blind Fly কানামাছি 


বড় আপা তোদেরকে খুব মিস করছিছোটো বেলার কথা এখন খুবই মনে পড়েআজ কয়েকটাদিন অবশ্য বেশিই মনে পড়ছেকেমন আসিছ তোরা?
  আশা করি ভালো, তবে দেশ বিদেশে করোনার যে থাবা চলছে ভালো বা কেমন করে থাকবি৯৭/৯৮ এর কথা তখন তোরা সকলেই বাড়িতে ছিলিতখন তোরা সকলে হাইস্কুলে পড়তিস আর আমরা তিনজন তানিয়া, টুম্পা আর আমি পড়তাম প্রাইমারিতেআমরা সকল ভাইবোন মিলে খুবই আনন্দে দিন কাটিয়েছি, তা আজ সুদুর অতিতের মধুর স্মৃতি ছাড়া আর কী হতে পারে বল!আরও
মোহাম্মদ হাছানের একটি গল্প A story of Mohammed Hasan.
কানামাছি





তোরা তো জানিস পড়াশোনা শেষ করে গেল বছর আমি নিজ প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিয়েছিডিপিএড এখনো শেষ হয়নি, মাত্র স্কুলে পাঠদান আরম্ভ করেছি এরই মাঝে শুরু হয়ে গেল কী এক কঠিন দূর্যোগস্কুল বন্ধ, হাটে-বাজারে আড্ডা বন্ধ, মসজিদে তারাবী হচ্ছে নাকেমন কঠিন সময় যাচ্ছে!  তোদের ওখানে তাই জানিতোদের সময় জানি বাচ্চাদের সামলাতে আর সংসার নিয়ে ভেবে কাটছে
আর আমি ছাত্রজীবন এর শখের কাজ গুলো করে সময় পার করাছিশখ করে তখন বাড়িতে টুকটাক বাগান করতামএখন সেটা করছি একা একা সময় কাটানোর প্রয়োজনেআলহামদুলিল্লাহ ভালো করেছি পেঁপেঁ গাছে ফুল এসেছে, কুমড়া গাছ মাছায় উঠেছে, পাটশাক আর ডাটাশাক মা তুলবে বলেছে কাল পরশুওহপ বলিনি বেগুন
গাছেও বেগুন আসছেসকাল বিকাল ঘুম আর মাঝে মধ্যে বাগানে পানি বা আগাছা পরিষ্কার করছিএভাবেই আলস্য দিনযাপন করছি


আমাদের বাড়ির বিশাল উঠানটার পূর্ব পাশে আমাদের ঘরের ধারে পূর্নিমার আলোতে বসে আমরা তিন ভাই বাবা টুকটাক সাংসারিক দেশের খবরাখবর আলোচনা করলাম আজএখন রমজানের মাঝামাঝিতাই সকলেই যারযার কক্ষে চলে গেল শুয়ে যাওয়ার জন্যআমি একটু উঠোনে পায়চারি করবো তাই রয়ে গেলাম
একটু ঘুরাঘুরি করে আমি গিয়ে থামলাম কাচারি ঘরটার পাশের জাম্বুরা গাছটার নিচে,যদিও ওখানে এখন দালান উঠেছে সেই খড়ের ছাউনির ঘরখানা নাই তবে গাছটা ঠিকই আছেগাছের দিকে তাকিয়ে দেখলাম সেই আগের মতোই ফল ধরে আছে চির কৃতজ্ঞচিত্তেখানিকের জন্য আমি যেন কোথায় হারিয়ে গেলাম! হঠাৎ দেখি কিছু ছোটো বড় শিশু আমার আশেপাশে ঝিঝিপোকার মতো পেছনে আলো জালিয়ে রেখে এক্কা দোক্কা খেলছেআমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি সবচেয়ে বড় আলোর মেয়েটা বড় আপা, তারপরের আলোটা শেফালী আপা, তার পাশের টা নীপাদীরএকটু দূরে ২টি সমান আলোর ঝলকানি নিজেদের মধ্যে কী যেন কানাকানি করতেছেওরা দুজন শীল্পী আর মন্জু আপাতারপর পশ্চিমের ঘর থেকে একটা আলো, দক্ষিণের ঘর থেকে একটা আর আমাদের ঘর থেকে একটা ছোট্ট আলো ধেয়ে আসেবড় আপাদেরকে জড়িয়ে ধরে বলতে থাকে কানামাছি, রুমাল চোর,ফুলটোকা
খেলবোশেফালী আপা তখনও খুব মাস্টারছিলচেচিয়ে উঠলো থাম সবাইকাছে আসোসব খেলা হবেআবার চিৎকার কী মজা কী মজা!  সব খেলবো খুব মজা


খেলা শুরু হয়ে গেলো কানা মাছি বো বো যাকে পাবি তাকে ছোপারুল আপা যেই ধরতে গেলো শীল্পী আপাকে পরে গেলো হোছট খেয়েতখন বন্ধ হলো কানামাছি খেলাতখন একজন বললো আরে আমরা রুমাল চোর খেলবোবলতে দেরী শুরু হয়ে গেলসবাই গোল হয়ে বসে গেল আর সেই শেফালী আপা রুমাল নিয়ে ঘুরতে লাগলেন সকলের পিছনেএরই মাঝে কী হলো বুঝলাম না, রুমাল খেলা বাদ দিয়ে সকলকে ডেকে টি দলে ভাগ করে ফেললোপ্রতি দলে আমরা দলনেতাসহ জনআমি শেফালী আপার দলেআমাদের কে ফুলের নাম দিলোআমি গোলাপ, তানিয়া শাপলা - - -এর মাঝেই আমার ফোনটা বেজে উঠলোআর আমি বর্তমানে ফিরে আসলাম
https//:hasankishor.blogspot.com
Supari Shell Car সুপারি খোলের গাড়ি।


বড় আপা তোদের কী মনে পড়ে সেইদিন গুলোর কথা? তোদের সকলেরই দাওয়াত রইলো বড় আপাএইবার যদি করোনা ছেড়ে যায় এই দেশের আকাশ থেকে আমরা চুটিয়ে আড্ডা দিবো,লুকোচুরি খেলবো, মুচি আর কলার মোচার ভর্তা বানিয়ে খাবো প্রাণ ভরে!
              Written By
          Mohammed Hasan
     ( Teacher of Govt. Primary School )